Views Bangladesh Logo

আটাবের পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ, বর্তমান কমিটির প্রতিবাদ

নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। কার্যক্রম পরিচালনায় উপ-সচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসকও নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন প্রশাসককে ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও এর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়েছে আটাবের বর্তমান কমিটি।

সোমবার (৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, আটাব সংস্কার পরিষদের আবেদনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বর্তমান কমিটি অবৈধ ভোটে নির্বাচিত হয়েছে। তাদের বিরুদ্ধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ‘আটাব অনলাইন’ প্ল্যাটফর্ম চালু করে শেয়ারহোল্ডারদের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগে তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনও হয়েছে।

তবে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। ভিউজ বাংলাদেশকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত সম্পূর্ণ একপেশে। কোনো আলোচনা ছাড়াই সরকার টিকিট সিন্ডিকেটের ব্যবসায়ীদের কথায় এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা আইনি পদক্ষেপে এর জবাব দেব’।

সরকারের সিদ্ধান্তকে ‘চাপের ফল’ বলে মন্তব্য করেছেন আটাবের অন্য নেতারাও। তাদের শঙ্কা, এতে ট্রাভেল এজেন্সি খাত আরও অনিশ্চয়তায় পড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ