Views Bangladesh Logo

স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব: খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে নিয়োগ দেওয়া হতে পারে সামাজিক মাধ্যমে এবং কয়েকটি গণমাধ্যমে আলোচনায় চলছিল । তবে ড. খলিলুর রহমান নিজেই এটি গুজব বলে মন্তব্য করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব।’

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে এমন সংবাদ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চেয়েছেন সাদিক কায়েম। উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার পরিবর্তনের আলোচনার মধ্যে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ