Views Bangladesh Logo

অর্থ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সুরঞ্জিত বরখাস্ত

লায়ন ও অসদাচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, সুরঞ্জিত দাশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮–এর ৩(গ) ও ৩(খ) বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় একই বিধিমালার ১২(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন বলে মনে করা হয়।

সেই অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ