রিকশাচালককে লাঞ্ছনা: ক্ষমা চেয়ে পুনর্বহাল সমাজসেবা কর্মকর্তা
রিকশাচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে পুনর্বহাল করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। লিখিতভাবে ক্ষমা চাওয়ায় তার সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং বরখাস্তের সময়কাল সরকারি চাকরির অংশ হিসেবে গণ্য হবে।
মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জাহিদ হাসানকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ওই পদে যোগদানও করেছেন। ঘটনার সময় তিনি রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২ ফেব্রুয়ারি রাজশাহীর জজ কোয়ার্টারের সামনে ভাড়া নিয়ে বিরোধে জাহিদ হাসান প্রথমে জুতা ও পরে লাঠি দিয়ে ওই রিকশাচালককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশাচালকই জাহিদকে অবমাননাকর শব্দ ব্যবহার করে হামলার সূত্রপাত করেন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে জনরোষের মুখে ৩ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় গঠিত বিভাগীয় তদন্ত কমিটির প্রধান সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) শাহেদুল ইসলাম তদন্ত শেষে করে মন্ত্রণালয়ে প্রতিবেদনও জমা দিয়েছেন। পরে জাহিদ হাসান লিখিতভাবে ক্ষমা চেয়ে এ ধরনের আচরণের পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেয়ায় ২২ জুলাই দেশ প্রত্যাহার করে মন্ত্রণালয়। সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন জানান, জাহিদ হাসান দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
লিখিত আবেদনপত্রে জাহিদ হাসান বলেন, ঘটনাটি তার জীবন বদলে দিয়েছে এবং তখন থেকে তিনি নিজেকে সংশোধন করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে