দিপু দাস ও লক্ষ্মীপুরে শিশু হত্যার ঘটনায় আসকের নিন্দা
ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস পুড়িয়ে হত্যা ও লক্ষ্মীপুরে আগুনে শিশু হত্যায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) নিন্দা জানিয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) আইন ও সালিশ কেন্দ্রের এক বিবৃতিতে সংঘটিত দুটি পৃথক ঘটনাকে ‘ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ড’ বলে প্রতিবাদ জানিয়েছে।
সংস্থাটি বিবৃতিতে বলেছে, এ সকল ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। ময়মনসিংহের ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে গত ১৮ ডিসেম্বর পরিকল্পিত মব তৈরি করে সংঘবদ্ধভাবে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
এতে আরও বলা হয়, পরবর্তীতে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র অবস্থায় ঝুলিয়ে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্যদিকে লক্ষ্মীপুর জেলায় ১৯ ডিসেম্বর রাতে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ঘরের ভেতরে থাকা সাত বছর বয়সী এক শিশুকন্যা অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।
এসব ঘটনার বিবরণ তুলে ধরে আসক তাদের বিবৃতিতে বলেছে, এ ধরনের নৃশংস সহিংসতা আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ থাকছে না। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর, দৃষ্টান্তমূলক ও বিচার নিশ্চিত না হওয়ায় এক ধরনের দায়মুক্তির সংস্কৃতি তৈরি হয়েছে। কেবল ঘটনার পর আটক বা গ্রেপ্তার করলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না।
বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিদের পাশাপাশি উস্কানিদাতা, পরিকল্পনাকারী এবং সংঘবদ্ধ সহিংসতায় মদদ দাতাদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে, এ ধরনের ঘটনার পেছনে থাকা প্রশাসনিক ব্যর্থতার বিষয়গুলোও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে