Views Bangladesh Logo

রংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় আসকে নিন্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আসক উল্লেখ করে, একটি কিশোরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টের পরিপ্রেক্ষিতে পুরো একটি সম্প্রদায়ের ওপর যে ধরনের সহিংসতা চালানো হয়েছে, তা কোনোভাবেই সভ্য রাষ্ট্র বা সমাজের মানদণ্ডে গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটক করে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে; কিন্তু এই আইনগত প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও এলাকায় পরিকল্পিতভাবে মাইকিং করে উসকানিমূলক প্রচারণা চালানো হয় এবং একদল উচ্ছৃঙ্খল লোক সংঘবদ্ধ হয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায়।

এই সহিংসতায় অনেক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয় এবং এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আসকের বিবৃতিতে বলা হয়, ধর্মীয় অনুভূতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বারবার যেভাবে হামলা চালানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই দোষীরা থেকে যায় আইনের ঊর্ধ্বে, যা বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করে তুলছে। এটি শুধু সংবিধানস্বীকৃত মৌলিক অধিকারকে লঙ্ঘন করে না, বরং রাষ্ট্রের মূলনীতি ও আইনশৃঙ্খলার প্রতিও এক বড় ধরনের চ্যালেঞ্জ।

এ প্রেক্ষাপটে আসক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আক্রান্ত পরিবারগুলোর নিরাপত্তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের উদ্যোগ এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের কার্যকর ও দৃঢ় পদক্ষেপ কামনা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ