Views Bangladesh Logo

খাগড়াছড়িতে সহিংসতায় আসকের উদ্বেগ , বিচার বিভাগীয় তদন্তের দাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক সহিংস ঘটনায় তিনজন নিহত, বহু মানুষ আহত এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

সংস্থাটি সোমবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানায়। একই সঙ্গে ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আহ্বান জানানো হয়।

আসকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারমা সম্প্রদায়ের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ন্যায়বিচারের দাবিতে স্থানীয় তরুণেরা বিক্ষোভ, অবরোধ ও হরতাল পালন করলে পরিস্থিতি ক্রমেই উত্তেজনাকর হয়ে ওঠে। নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় যদি অতিরিক্ত বলপ্রয়োগ হয়ে থাকে তবে সরকারের তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আসকের মতে, পার্বত্য এলাকায় অতীতে বহু ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়া এবং মূল কারণ নিরূপণে ব্যর্থতার কারণেই সহিংসতা বারবার ঘটছে।

সংগঠনটি মনে করে, বাংলাদেশ একটি বহুজাতি ও বহুসংস্কৃতির দেশ—যেখানে বৈচিত্র্য শক্তির প্রতীক। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা শুধু পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নয়, বরং জাতীয় ঐক্য ও দেশের ভাবমূর্তির সঙ্গে জড়িত। সহিংসতা, ভয় ও উসকানি সমাধান নয়; বরং এটি অবিশ্বাস ও অস্থিতিশীলতা বাড়ায়।

আসক আরও জানায়, রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের জীবন, সম্পদ ও মর্যাদা রক্ষা করা। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর পরিণতি গোটা সমাজকে বহন করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ