চকবাজার থানা ব্যারাক থেকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের চকবাজার থানা ব্যারাকের ওয়াশরুম থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে থানার তৃতীয় তলায় এএসআই ব্যারাকের ওয়াশরুমে অহিদুর রহমানের মরদেহ দেখতে পান সহকর্মীরা। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।
পরে বেলা পৌনে ১টার দিকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে নেওয়ার পর পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এএসআই অহিদুর রহমান নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে