Views Bangladesh Logo

আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয় : বিসিবি

 VB  Desk

ভিবি ডেস্ক

নিরাপত্তা বিষয়ক শঙ্কার কারণে ভারতের মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে তারা আইসিসিকে একাধিকবার চিঠি পাঠিয়েছে। বিসিবির অভিযোগ খতিয়ে দেখেই আইসিসির নিরাপত্তা দল তিনটি শঙ্কার কথা জানিয়েছে। যা আজ বিকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান।


তবে আসিফ নজরুলের বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নয়। বিসিবি জানিয়েছে, এটি বিশ্বকাপ ইস্যুতে নিরাপত্তা শঙ্কা পর্যালোচনায় আইসিসির আন্তঃবিভাগীয় আলোচনার অংশ মাত্র। আসিফের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যে যে চিঠির উল্লেখ হয়েছে, তা মূলত বিসিবি ও আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। এই চিঠিকে আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে ধরা যাবে না।'


বোর্ড আরও জানিয়েছে, দলের নিরাপত্তার স্বার্থে তারা ভেন্যু সংক্রান্ত উদ্বেগ আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের জন্য অনুরোধ করেছে। তবে এখনও আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত জবাব পাননি। বিসিবি বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ