Views Bangladesh Logo

ডাকসু নির্বাচনে ‘ট্যাগ’ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে ‘ট্যাগ’ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন। তিনি বিজয়ী ছাত্রশিবির ও স্বতন্ত্র প্রার্থীদের অভিনন্দন জানান।

স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদেরও অভিনন্দন। অভিনন্দনের মাধ্যমে এ নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের শুভেচ্ছা।

তিনি বলেন, ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে। আমি শুধু এটুকু বলব—এ নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেয়ার রাজনীতির ভূমিধস পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগের মাধ্যমে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন চালানো হয়েছিল। শিবির সন্দেহে মারধর ও পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।

আসিফ নজরুল উল্লেখ করেন, আমি এর তীব্র প্রতিবাদ অবিরামভাবে করেছি। নানা হুমকি ও আক্রমণ এসেছে, তবুও কখনও থামিনি।

তিনি আরও জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই থিম নিয়ে ‘আমি আবু বকর’ নামে একটি উপন্যাসও লিখেছেন। এক বইমেলাতেই এটি ১১বার মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি।

গণঅভ্যুত্থানকারী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ড. আসিফ নজরুল লিখেছেন, শিবিরের নেতাদের প্রতি আমার অনুরোধ, গণঅভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করুন।

হলে তার অভিজ্ঞতা তুলে ধরে তিনি উল্লেখ করেছেন, সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙা টেবিল-চেয়ার দেখে বস্তির মতো লাগতো, ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা, আর রুমগুলোর ভেতর তো উকি দেওয়াটিই ইচ্ছে করত না।

ড. আসিফ নজরুল আশা প্রকাশ করেছেন, কতকিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কত সমস্যা আছে এখানে। আশা করি ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাবি-র অন্তত আবাসিক শিক্ষার্থীদের গুরুতর কিছু সমস্যা সমাধান করা হবে। দোয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ