ঢাকা থেকে নির্বাচন করবেন উপদেষ্টা আসিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি নির্বাচন অফিসে ঢাকা–১০ আসনে ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, সেটি মোটামুটি নিশ্চিত। তাই নিজের ভোটটাও ঢাকায় নিয়ে এলাম, যাতে ভোটটা অপচয় না হয়। আমি আগে ভোটার হয়েছি, কিন্তু ২০১৯ ও ২০২৪ সালের কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার অন্তত ভোট দিতে পারি, সেটি নিশ্চিত করলাম।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কোথা থেকে করব, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে ইনশা আল্লাহ, ঢাকা থেকেই করব।’
কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ারই। পরে দেখা যাবে কী হয়।’
বিএনপির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না বা দলটি তার জন্য কোনো আসন ফাঁকা রেখেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখছে কি না, সেটা আমার বিষয় নয়। আমি এককভাবে, ব্যক্তিগত সিদ্ধান্তেই নির্বাচন করব।’
সরকারি দায়িত্ব থেকে পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পরই নির্বাচন করব। তবে কবে নাগাদ পদত্যাগ করব, তা সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে জানাব।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে