Views Bangladesh Logo

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আজ সকালে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই বিশেষ কর্মসূচিতে প্রতিযোগিদের সঙ্গে অংশ নেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদও।

শুক্রবার (১৮ জুলাই) সকালে রাজধানীর শেরে বাংলা নগর পুরাতন বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন বিভিন্ন বয়সের দৌড়বিদরা।

ম্যারাথনে ক্রীড়া উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া একটি পোস্ট থেকে নিশ্চিত হওয়া যায়। পোস্টে জানানো হয়, ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে অংশ নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ম্যারাথনে অংশগ্রহণকারী তরুণ দৌড়বিদরা। তারা ভবিষ্যতে এ ধরনের আরও আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ম্যারাথনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উল্লেখ্য, জুলাই-আগস্টের আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগ সেই ঐতিহাসিক দিনটির তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ