Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনে পরিচালক পদে লড়বেন সংগীতশিল্পী আসিফ

সন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) থেকে কাউন্সিলর পদে লড়ার পাশাপাশি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

গান দিয়ে খ্যাতি অর্জন করলেও নব্বইয়ের দশকে আসিফ আকবরের ক্রিকেটে সম্পৃক্ততা ছিল। সে সময় ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে ইয়াং পেগাসাসের হয়ে খেলেছেন এবং কুমিল্লায় স্কুল ও কলেজ পর্যায়ে দলের অধিনায়ক ছিলেন তিনি।

বর্তমানে কনসার্ট সফরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আসিফ আকবর বলেন, তার প্রধান লক্ষ্য হলো কুমিল্লার ক্রীড়া ঐতিহ্য, বিশেষ করে ক্রিকেটের হারানো গৌরবকে পুনরুদ্ধার করা। তিনি হতাশা প্রকাশ করে বলেন, গত ছয় বছর ধরে কুমিল্লায় কোনো ক্রিকেট লীগ কার্যক্রম হয়নি।

যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে মাদকাসক্তি ও গ্যাং সংস্কৃতি মোকাবিলার ওপর জোর দিয়ে কুমিল্লার পাশাপাশি নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেটিং সম্ভাবনা নিয়েও কাজ করতে চান আসিফ। তার লক্ষ্য হলো এই অঞ্চলে ‘আঞ্চলিক প্রতিভা বিকাশ’ ঘটানো।


সংগীতশিল্পী আসিফ আরও বলেন, তার শুরুতে নির্বাচন করার কোনো পরিকল্পনা ছিল না। তবে সাবেক ও বর্তমান ক্রিকেটার এবং কুমিল্লা জেলার সংগঠকদের জোরাজুরিতে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মনোনয়নপত্র বিতরণের দিন আজ এবং তা জমা দেয়ার শেষ দিন আগামীকাল। যুক্তরাষ্ট্রে অবস্থান করায় আসিফ আকবর ই-ব্যালটের মাধ্যমে তার ভোটাধিকার প্রয়োগ করবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ