Views Bangladesh Logo

৭ উইকেটের দারুণ জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

দারুণ জয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। আবু ধাবিতে প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে ১৪ বল হাতে রেখে।

১৪৪ রানের লক্ষ্যে পাওয়ার প্লেতে দুই উইকেট হারানো বাংলাদেশ এরপর লিটন-হৃদয়ের ৯৫ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছায়। যদিও তাদের ওপর নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ তৈরি করতে পেরেছিল হংকং। একসময় পর্যন্ত লিটন-হৃদয়কে সংগ্রাম করতে হচ্ছিল। এরপর চড়াও হন লিটন দাস। অধিনায়ক লিটন জয় থেকে মাত্র ২ রান আগে ইনসাইড এজ হয়ে বিদায় নেন ৫৯ রানে।


তার আগে উইকেটকিপার ব্যাটার ৩৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৫তম ফিফটির দেখা পান। তার ৩৯ বল স্থায়ী ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়ের মার। ধীর-স্থির খেলা হৃদয় ৩৬ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে। তার ইনিংসটি মোটেও টি-টোয়েন্টি সুলভ ছিল না; তাতে ছিল কেবল একটি চারের মার।

বল হাতে হংকংয়ের হয়ে আলো ছড়ান আতিক ইকবাল। তিনি ১৪ রানে ২ উইকেট নেন। একটি নিয়েছেন আইয়ুশ শুক্লা। ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক লিটন দাস।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১৭.৪ ওভারে ১৪৪/৩, লক্ষ্য ১৪৪ (হৃদয় ৩৫*, জাকের ০*; পারভেজ ১৯, তানজিদ ১৪, লিটন ৫৯)
ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
হংকং ২০ ওভারে ১৪৩/৭ (এহসান ২*, চাল্লু ৪*; আংশুমান ৪, বাবর ১৪, মুর্তাজা ২৮, নিজাকাত ৪২, কিঞ্চিৎ ০, আইজাজ ৫)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ