Views Bangladesh Logo

আশুলিয়া- বাইপাইলে অনুভূত কম্পন নরসিংদীর ভূমিকম্পের আফটারশক: ভূমিকম্প গবেষণা কেন্দ্র

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকায় শত বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের পর জনমনে আতঙ্ক না কাটতেই আবারও কম্পন অনুভূত হয়েছে। আশুলিয়া–বাইপাইল এলাকায় রেকর্ড হওয়া এই ভূমিকম্পটি নরসিংদীর মাধবদীতে ঘটে যাওয়া মূল ভূমিকম্পের আফটারশক বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার এ কম্পন রেকর্ড হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির বলেন, আশুলিয়ায় যে কম্পনটি অনুভূত হয়েছে, তা মূল ভূমিকম্পের আফটারশক। সাধারণত উৎপত্তিস্থল থেকে ১০–২০ কিলোমিটার দূরেও আফটারশক অনুভূত হতে পারে। এবারও তাই হয়েছে।

তিনি আরও জানান, গত ১০০ বছরে ঢাকায় এমন শক্তিশালী ভূমিকম্প হয়নি। আমরা বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে আছি।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে। কম্পনটি বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।

দেশজুড়ে ভূমিকম্প আতঙ্ক পর পর কম্পনের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের পর ছোট-বড় আফটারশক স্বাভাবিক। আগামী কয়েক দিন এ ধরনের কম্পন হতে পারে, আর বড় কম্পনের সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যায় না।

ভূমিকম্প ঝুঁকির মানচিত্র

আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করেছে—

জোন–১: সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ অঞ্চল

ফল্ট লাইনের নিকটবর্তী হওয়ায় এসব এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিযুক্ত। এর মধ্যে রয়েছে—

সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯টি জেলা
ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ
পুরো কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন অংশ

জোন–২: মাঝারি ঝুঁকিপ্রবণ এলাকা

দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকা এই জোনে।

জোন–৩: নিম্ন ঝুঁকিপ্রবণ এলাকা

ভূমিকম্প ঝুঁকি তুলনামূলকভাবে কম

খুলনা, যশোর, বরিশাল,পটুয়াখালী।

বিশেষজ্ঞরা বলছেন- পরবর্তী কয়েক দিন ছোট-বড় আফটারশক হতে পারে। বড় কম্পনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ঝুঁকি কমাতে ভবন কাঠামো পরীক্ষা, সচেতনতা এবং নিরাপত্তা প্রস্তুতি জরুরি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ