আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় আটজন পলাতক আসামির বিরুদ্ধে বিজ্ঞপ্তির নির্দেশ
জুলাই-আগস্টের গণআন্দোলনে ঢাকা জেলার আশুলিয়ায় ছয়জন বিক্ষোভকারীকে হত্যা ও মরদেহ পোড়ানোর মানবতাবিরোধী অপরাধের মামলায় আটজন পলাতক আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
তবে মামলাটির মোট ১৬ জন আসামির মধ্যে ১২ জনের নাম উল্লেখ করেছেন প্রসিকিউশন। গ্রেপ্তার হওয়া আটজন বাদে পলাতক অন্য চারজন হলেন, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হক ও সাবেক এসআই বিশ্বজিৎ সাহা।
চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার (১৬ জুলাই) পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারির আদেশ দিয়ে বলেন, ২৮ জুলাই পলাতক আটজনকে হাজির হতে হবে। অন্য দুই সদস্য হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
হাজির না হলে তাদেরকে পলাতক দেখিয়েই বিচার শুরু হবে বলেও জানিয়েছেন প্রসিকিউশন।
মামলাটির ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া অন্য আটজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সাঈদ রনি, সাবেক এসআই আব্দুল মালেক, আরাফাত উদ্দীন ও কামরুল হাসান এবং কনস্টেবল মুকুল চোকদার।
গত বছরের ১১ সেপ্টেম্বর করা মামলায় অভিযোগ করা হয়েছে, ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয় তরুণ নিহত হন। এরপর তাদের মরদেহ পুলিশ ভ্যানে আশুলিয়া থানার সামনে এনে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। নিহতরা হলেন, সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। অন্য একজন নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
প্রসিকিউশনের অভিযোগ, ওই ঘটনায় একজন জীবিত অবস্থায় ছিলেন, কিন্তু তাকেও রেহাই দেয়া হয়নি। পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়।
মামলাটিতে ২ জুলাই ১৬ জন আসামির বিরুদ্ধে ১৭৩ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেন প্রসিকিউশন। ওইদিনই সেটি গ্রহণ করে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে