আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল
আসন্ন আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। একই সিরিজে টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান আবদুর রাজ্জাক।
সোমবার (৩ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল বর্তমানে ঘরোয়া ক্রিকেটে বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিপিএলে রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ ছিলেন।
নতুন ব্যাটিং কোচ যুক্ত হলেও আগের কোচিং স্টাফরাই দলের সঙ্গে থাকছেন। এতদিন বাংলাদেশ দলে বিশেষজ্ঞ ব্যাটিং কোচের পদটি খালি ছিল; সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন এই দায়িত্ব পালন করছিলেন।
নভেম্বরেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। সিরিজে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর মিরপুরে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে। 
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে