Views Bangladesh Logo

বগুড়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

গুড়ার শেরপুর উপজেলায় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়ীদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুল লাগিয়ে দেয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।


গ্রামীণ ব্যাংকের গাড়ীদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে তিনি নামফলকে কালি দেখতে পান। এতেই তিনি নিশ্চিত হন যে, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির নৈশ প্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভিতরে এসে ঘুমিয়ে পড়েন। ওই সময় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।


জানতে চাইলে শেরপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের গাড়ীদহ শাখায় অগ্নিসংযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ