Views Bangladesh Logo

লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ

ক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের চেষ্টা ও ব্যাংকের পাহারাদারের তৎপরতায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকের।

ব্যাংকটির কার্যালয়ের পাহারাদার মো. হানিফ জানান, ভোর ৪টার দিকে কে বা কারা ব্যাংকের সামনে ময়লা-আবর্জনা জড়ো করে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়া দেখে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ব্যাংকের শাখা ম্যানেজার মো. রেজাউল করিম বলেন, ‌‘আগুন দেয়ার সঙ্গে সঙ্গে পাহারাদার দেখতে পান। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ব্যাংকের কোনও ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ