চার রোহিঙ্গা হত্যা মামলায় তিনদিনের রিমান্ডে আরসা প্রধান
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে চারজনকে হত্যা মামলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে তিনদিনের রিমান্ড পাঠিয়েছেন আদালত।
বুধবার (৯ জুলাই) দুপুরে আতাউল্লাহ জুনুনিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাফ উদ্দিন আসিফের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন জানান মামলাটির তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতের পরিদর্শক মো. গোলাম জিলানী জানান, সকালে কঠোর নিরাপত্তায় আরসাপ্রধানকে কক্সবাজার কারাগার থেকে আদালত প্রাঙ্গণে আনা হয়। শুনানি শেষে তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সুবিধাজনক সময়ে কারাগার থেকে তাকে রিমান্ডে নিয়ে যাবেন তদন্তকারী কর্মকর্তা।
২০২০ সালের ৬ অক্টোবর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ জুনুনি এ মামলাসহ আরও কয়েকটি মামলার আসামি। তার বিরুদ্ধে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) এক সদস্যকে হত্যার অভিযোগও রয়েছে।
১৮ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে আতাউল্লাহ জুনুনিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইসঙ্গে ময়মনসিংহ শহরের নতুন বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার অন্য পাঁচ সহযোগীকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে