Views Bangladesh Logo

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুমের দুটি মামলার অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল অভিযোগগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলা দুটির অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দলের নেতা-কর্মীদের অপহরণ করে র‍্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) আটক রাখা হয়েছিল, যেখানে তাদের ওপর নির্যাতন চালানো হয়। এই দুটি মামলাতেই শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

আদালতে শেখ হাসিনাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছিল। এর মধ্যে একটি অভিযোগে টিএফআই সেলে গুমের ঘটনায় শেখ হাসিনা, তার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১৫ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়। অপর অভিযোগে জেআইসি সেলে গুমের ঘটনায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকীসহ মোট ১১ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়।

শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এটি দ্রুত বাস্তবায়ন করে আসামিদের অবস্থান শনাক্ত করার জন্য তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ