নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী পূর্ণ সহযোগিতা দেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত এক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার মো. মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও পৃথক এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
সভায় সেনাপ্রধান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহায়তা প্রদান করবে। তিনি নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিয়া একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোট ঘিরে চট্টগ্রাম জেলার সামগ্রিক প্রস্তুতি এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। উপস্থাপনা শেষে সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে