‘দুর্গাপূজায় বিশৃঙ্খলা রোধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী’
শারদীয় দুর্গাপূজা চলাকালে যেকোনো অস্থিরতা রোধে কঠোর ব্যবস্থা নেবে বাংলাদেশ সেনাবাহিনী। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী তার পূর্ণ ম্যাজিস্ট্রেট ক্ষমতা ব্যবহার করবে বলে জানিয়েছেন নবম পদাতিক ডিভিশনের পঞ্চদশ ইস্ট বেঙ্গল মেকানাইজডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
ঢাকার কাবাডি স্টেডিয়াম ক্যাম্পে বৃহস্পতিবারের (২৫ সেপ্টেম্বর) সমন্বয় সভায় এই সতর্কীকরণ দেয়া হয়।
সভায় ছিলেন পুরোহিত, পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন পূজা কমিটির সদস্য এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর প্রতিনিধিরা।
মন্দির ও পূজামণ্ডপগুলোর বাইরে স্বেচ্ছাসেবক, পুলিশ ও আনসার সদস্যদের সতর্ক থাকার অনুরোধ জানান লেফটেন্যান্ট কর্নেল হাসান।
‘অপরাধীরা তাদের সংশ্লিষ্টতা নির্বিশেষে রেহাই পাবে না’- বলেন তিনি।
সভায় নেয়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে, পূজামণ্ডপে প্রবেশের আগে দর্শনার্থীদের স্ক্রিনিং, সিসিটিভি পর্যবেক্ষণ, চারপাশে পার্কিং নিয়ন্ত্রণ, ছোট দোকান সীমাবদ্ধ করা এবং প্রার্থনার সময় উচ্চ সাউন্ড বক্স এড়ানো।
এর আগে প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে ডেমরা ও ওয়ারিতে পূজামণ্ডপ পরিদর্শন করেন সেনা সদস্যরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে