Views Bangladesh Logo

অবিস্ফোরিত মর্টার শেলের দুটি গোলা নিষ্ক্রিয় করল সেনা সদস্যরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোড়া দুটি মর্টার শেলের অবিস্ফোরিত গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে এগুলো শুক্রবার রামু সেনানিবাস থেকে আসা সেনা বোমা বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করে।

অন্যদিকে শুক্রবার বিকেলে মিয়ানমার সীমান্তের তুমব্রু বাজারের পার্শ্ববর্তী এলাকায় আরও একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানায়। বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে মানুষের চলাচল সীমিত করে। তবে তাৎক্ষণিক গোলাটি নিষ্ক্রিয় করা হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দিল মোহাম্মাদ ভুট্টো বলেন, সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে আসছে। তবে এই এলাকার মানুষের মধ্যে এখনো আতঙ্ক কাটেনি। সীমান্তের ওপারে আজও মাঝেমধ্যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মর্টারশেলের অবিস্ফোরিত ২টি গোলা পাওয়া গেছে সীমান্ত এলাকায়। সেনা বিশেষজ্ঞ দল সেগুলো নিস্ক্রিয় করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানান, সীমান্ত পরিস্থিতি এখন মোটামুটি শান্ত। তবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত অবিস্ফোরিত গোলা পড়ে থাকার খবরে শঙ্কা কাটছেনা এলাকাবাসীর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ