অভিযানে গিয়ে অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করল সেনাবাহিনী
গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীকে ‘অস্ত্রসহ আটকের’ সময় র্যাবের একটি টিমকে অবরুদ্ধ করা হয়। পরে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পরে অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্যরা এসে তাদের উদ্ধার করে।
রোববার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের বরামা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৫টার দিকে র্যাবের একটি টিম বরামা চৌরাস্তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দোকানে অভিযান চালায়। এ সময় তারা ওই দোকানের মালিক মোশারফ হোসেনকে (৪০) আগ্নেয়াস্ত্রসহ আটক করে। তবে র্যাব সদস্যদের ভুয়া আখ্যা দিয়ে মোশারফ হোসেনের বাড়ির লোকজনসহ স্থানীয় শতাধিক ব্যক্তি সেখানে জড়ো হয় এবং র্যাবের সদস্যদের অবরুদ্ধ করে। এলাকাবাসী এসময় সড়কের বিভিন্ন স্থানে বাঁশ ও কাঠ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মোশারফকে আটকের প্রতিবাদ জানায় এবং একপর্যায়ে তাকে ছিনিয়ে নেয়।
পরে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মিরাজুল ইসলাম জানান, আমরা শুনতে পেয়েছি, সেখানে র্যাবের লোকজনকে দুটি গাড়িসহ আটকে রাখা হয়েছে। শুনেছি, তারা আসামি ধরতে এসে একটি ইনসিডেন্ট (ঘটনা) ঘটিয়েছেন। এমন খবরে আমরা পুলিশ সদস্যরা সেখানে যাই। উত্তেজিত জনতাকে থামাতে চেষ্টা করি। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পৌঁছান। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে সেখানকার পরিস্থিত স্বাভাবিক হয়।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে