Views Bangladesh Logo

নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রস্তুত, ইসির নির্দেশনার অপেক্ষায়

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী দায়িত্ব পালনে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। তবে তারা এখনও নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষায় আছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশন্স পরিদপ্তরের পরিচালক কর্নেল মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা পাওয়া মাত্র সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সহযোগিতা করবে। আমরা পুরোপুরি প্রস্তুত আছি এবং শিগগিরই কমিশনের নির্দেশনা পাওয়ার প্রত্যাশা করছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল স্পষ্ট করে বলেন, সেনাবাহিনীর অংশগ্রহণ ইসির আনুষ্ঠানিক অনুরোধের ওপর নির্ভরশীল। তিনি বলেন, “নির্দেশনা পেলেই আমরা দায়িত্ব পালন করব। আমাদের অভ্যন্তরীণ প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।”

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব দমনে সেনাবাহিনীর ভূমিকা থাকবে কি না এমন প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন, ‘ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা আগেই আইএসপিআরের মাধ্যমে জানিয়েছি, এ প্রক্রিয়ার সঙ্গে সেনাবাহিনী যুক্ত নয়। তবুও কিছু স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তবে এসব প্রচেষ্টা সফল হবে না।’

অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট নিয়ে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ তাদের উদ্দেশ্য সম্পর্কে সচেতন। এ ধরনের প্রচারণার কোনো প্রভাব নেই। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ