সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সেনা মাঠ থেকে প্রত্যাহার করা হবে না।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এর আগে মঙ্গলবার, কয়েকটি মিডিয়া সংস্থা রিপোর্ট করেছিল যে, আইন ও শৃঙ্খলা কোর কমিটির এক সভার পর মাঠে মোতায়েন থাকা সেনার ৫০ শতাংশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিপোর্টগুলোতে বলা হয়েছিল, সভায় উপস্থিত দুইজন সিনিয়র সরকারি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তবে আজ উপদেষ্টা এসব রিপোর্টকে ভিত্তিহীন গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা সেনা সদস্যদের ৫০ শতাংশ প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই। যা গুজব ছড়াচ্ছে তা মিথ্যা। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
তাকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকার উদ্বিগ্ন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকার তাদের লকডাউন বা শাটডাউন কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন নয়।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে