Views Bangladesh Logo

সীতাকুণ্ডে অস্ত্রের কারখানার সন্ধান পেল সেনাবাহিনী, আটক ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩০ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনে সিন্দুকছড়ি জোনের সেনাসদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ওই কারখানা থেকে চারজন সন্ত্রাসীকে আটক করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে কারখানা থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২০টি ছুরি, চার্জারসহ ২টি ওয়াকিটকি, একটি মেগাফোন, ৪টি প্যারাসুট ফ্লেয়ারসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক সন্ত্রাসীদের থানায় হস্তান্তর করা হবে।

এর পাশাপাশি সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ