Views Bangladesh Logo

আইপিএসিসি সম্মেলন শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইপিএসিসি) শেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৭ সেপ্টেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩-২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা, মৈত্রী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্বারোপের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল ট্যান সিরি ডাটো সিরি মোহাম্মদ হাফিজৈডেইন জানতানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সেনাবাহিনী প্রধান সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ