Views Bangladesh Logo

সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাপ্রধান কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য একটি উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন। এ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান সশস্ত্র বাহিনী।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের সেনাপ্রধানরা এই সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনে সামরিক সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত প্রতিক্রিয়া বিষয়ে আলোচনা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

জেনারেল ওয়াকার-উজ-জামানের আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ