Views Bangladesh Logo

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাপ্রধান প্রথমে প্রধান উপদেষ্টা ও পরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।

ঊর্ধ্বতন সামরিক সূত্র গণমাধ্যমকে জানায়, আলোচনাকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে অবহিত করেন। বৈঠকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

২১ আগস্ট চীন সফরে গিয়ে ২৭ আগস্ট রাতে ফিরে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে জেনারেল ওয়াকার চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) স্থল বাহিনীর রাজনৈতিক কমিশনার জেনারেল চেন হুই সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

আইএসপিআর জানায়, ২২ আগস্ট পিএলএ সদর দপ্তরে পৌঁছালে জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘গার্ড অব অনার’ দিয়ে স্বাগত জানানো হয়। জেনারেল চেন হুইয়ের সঙ্গে সাক্ষাতের মূল বিষয় ছিল, কৌশলগত সহযোগিতা, জনগণের সঙ্গে যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা এবং বাংলাদেশের সামরিক শিল্পের অগ্রগতিতে চীনের সহায়তা।

২৩ আগস্ট সেনাপ্রধান চীনের নরিনকো গ্রুপের সভাপতি চেন ডেফাংয়ের সাথেও সাক্ষাৎ করেন। তিনি পিএলএ একাডেমি অব আর্মড ফোর্সেসের বেইজিং ক্যাম্পাস, প্রশিক্ষণ সুবিধা এবং সামরিক সরঞ্জাম উৎপাদন পরীক্ষাগার পরিদর্শন করেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ