সরকারি সফরে চীন গেছেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীন গেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন তারা।
আনুষ্ঠানিক কর্মসূচি শেষে আগামী ২৭ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে