দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও সংস্কারমুখী হতে হবে: সেনাপ্রধান
জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত নেতৃত্বের গুরুত্বের উপর জোর দিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কারমুখী হতে হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ট্রেনিং ক্যাপস্টোন কোর্স ২০২৫/২’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান আরও বলেন, ‘এই প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতের ভূরাজনৈতিক পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এ সময় ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ট্রেনিং ক্যাপস্টোন’ কোর্স সফলভাবে সম্পন্ন করা ৪৫ জন ফেলোকে সনদ প্রদান করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এই কোর্সে অংশ নেন সামরিক ও বেসামরিক খাতের শীর্ষ স্থানীয় ব্যক্তিরা, যার মধ্যে ছিলেন চিকিৎসক, প্রকৌশলী, কূটনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষাবিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের শিক্ষকবৃন্দ, সশস্ত্র বাহিনীর সিনিয়র কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্টজন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে