Views Bangladesh Logo

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় সেনা অভিযান, অস্ত্র জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়ার ঘন জঙ্গলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানার খোঁজ পেয়েছে সেনাবাহিনী। সেখানে অভিযান চালিয়ে জব্দ করেছে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকি-টকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র এবং ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের ব্যবহৃত অন্য সরঞ্জামও।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল অভিযানটি চালায়। সেনাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইউপিডিএফের শীর্ষ গ্রুপ কমান্ডার সুমন চাকমা।

অভিযানের সময় ইউপিডিএফের সদস্যরা স্থানীয় পুরুষ, নারী এবং শিক্ষার্থীদের সেনাবাহিনী বিরোধী স্লোগান দিতে বাধ্য করে অভিযান ব্যাহতের চেষ্টাও চালান। সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা গেছে, ইউপিডিএফ ও এর সহযোগী গোষ্ঠীগুলো পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে স্থানীয় নারী ও স্কুলগামী শিশুদের ইচ্ছাকৃতভাবে নাশকতামূলক কাজে জড়াচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিতে ইউপিডিএফের পলাতক সশস্ত্র সদস্যদের খুঁজে বের করার অভিযান অঞ্চলজুড়ে অব্যাহত রয়েছে। আইএসপিআর জোর দিয়ে বলেছে, সেনাবাহিনী জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং এলাকার সব জাতিগত সম্প্রদায়কে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ