‘ডাকসু নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হতে পারে’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হতে পারে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবৃতিতে তিনি বলেন, ‘সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। যদি প্রয়োজন হয়, তাহলে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের সহায়তার অনুরোধ জানাবো।’
ডাকসু নির্বাচনে নিরাপত্তা বাহিনীর সম্পৃক্ততা নিয়ে জনসাধারণের মধ্যে জল্পনা-কল্পনার মধ্যেই ডক্টর জসিম উদ্দিনের বিবৃতিটি এসেছে। তবে, সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, ডাকসু বা অন্য কোনো ছাত্র সংসদ নির্বাচনে সেনা মোতায়েনে সরকারের কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
ডাকসুর নির্বাচন কমিশনার কাজী মারুফুল হকও নিশ্চিত করেন, সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে আগে আলোচনা করা হয়েছিল এবং এখনো সক্রিয়ভাবে বিবেচনাধীন।
তিনি বলেন, ‘নির্বাচনের দিনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের দাবিতেই এটি করা হয়েছিল। তাদের প্রধান দাবি ছিল, আবাসিক হলের বাইরে ভোটকেন্দ্র স্থানান্তর। সেই দাবিও পূরণ করা হয়েছে।’
কাজী মারুফুল হক বলেন, ভোটদান প্রক্রিয়া দক্ষ ও স্বচ্ছ করতে ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে তার সবগুলো ভোট দিতে প্রায় আট মিনিট সময় লাগবে। সবাই ভোট দিতে পারবেন, কোনো অনিয়ম হবে না। এটি নিয়েও চিন্তার কোনো কারণ নেই।’
ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ডাকসু নির্বাচন জাতীয় পর্যায়েরও দৃষ্টি আকর্ষণ করেছে, যেখানে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার আহ্বান জানাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে