Views Bangladesh Logo

এভারকেয়ারের পাশে পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ- উড্ডয়ন করবে সেনা ও বিমানবাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারকেয়ার হাসপাতালের পাশের দুটি উন্মুক্ত মাঠে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রটোকল অনুসারে হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে সেনাবাহিনী ও বিমানবাহিনী।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করা হবে। এটি সম্পূর্ণই এসএসএফ-এর নিরাপত্তা ব্যবস্থার অংশ।

একই সঙ্গে বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ