এভারকেয়ারের পাশে পরীক্ষামূলক হেলিকপ্টার অবতরণ- উড্ডয়ন করবে সেনা ও বিমানবাহিনী
এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি উন্মুক্ত মাঠে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) প্রটোকল অনুসারে হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে সেনাবাহিনী ও বিমানবাহিনী।
বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করা হবে। এটি সম্পূর্ণই এসএসএফ-এর নিরাপত্তা ব্যবস্থার অংশ।
একই সঙ্গে বিষয়টি নিয়ে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে