তেজগাঁওয়ে অস্ত্র ঠেকিয়ে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের ৫ লাখ রিয়েল লুট, আটক ৬
রাজধানীর তেজগাঁওয়ে রাস্তায় বেরিকেট দিয়ে প্রাইভেটকারে অস্ত্র ঠেকিয়ে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের পাঁচ লাখ সৌদি রিয়েল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে এসেনসিয়াল ড্রাগ অফিসের সামনে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। লুট হওয়া অর্থের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি।
জানা গেছে, পল্টনের একটি অফিস থেকে প্রাইভেটকারযোগে ওই রিয়েল উত্তরায় নেয়া হচ্ছিল। পথে অস্ত্রধারীরা গাড়িটি থামিয়ে অর্থ লুট করে নেয়। এ সময় গাড়িতে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের এক কর্মচারী তুহিনও উপস্থিত ছিলেন।
এই ঘটনার পরপরই ভুক্তভোগী প্রতিষ্ঠানের মালিক ঠান্ডু মিয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে গোয়েন্দা তেজগাঁও বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের যৌথ অভিযানে তুহিনসহ ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই লাখ ৬৯ হাজার রিয়েল।
এসব তথ্য নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিনের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তদন্ত এগিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার সহযোগিতায় পরিকল্পিতভাবে ডাকাতির ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যায়। পরে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকিদেরও আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলার প্রস্তুতি চলছে। এর পাশাপাশি বাকি রিয়েল উদ্ধারে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে