Views Bangladesh Logo

পুলিশ পরিচয়ে দরজায় নক, খুলতেই পিস্তল ঠেকিয়ে ডাকাতি

ট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে পুলিশ পরিচয়ে দরজায় নক করে একটি মুরগির খামারে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা একটি মোটরসাইকেল, দুটি মুঠোফোনসহ নগদ ও মূল্যবান মালামাল লুট করে নেয়।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের উকিলটোলা গ্রামের একটি মুরগির খামারে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খামারটির মালিক স্থানীয় দুই তরুণ আরাফাতুজ্জামান ও মো. ফয়সাল খান। ডাকাতির সময় তারা দুজনই খামারে ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ছয় মাস আগে আরাফাতুজ্জামান ও ফয়সাল খান নিজেদের বাড়ির পাশে একটি খামার ভাড়া নিয়ে প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি পালন শুরু করেন। নিরাপত্তার কারণে তারা রাতেও খামারেই থাকতেন।

ভুক্তভোগীরা জানান, রাতের দিকে দরজায় কড়া নাড়ার শব্দ হলে বাইরে থেকে বলা হয়, ‘আমরা পুলিশ, থানা থেকে এসেছি।’ দরজা খুলতেই ডাকাতরা পিস্তল ঠেকিয়ে খামারের ভেতরে ঢুকে পড়ে। সাত থেকে আটজনের ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নেয়। পরে তাদের দুজনকে খামারের খুঁটির সঙ্গে বেঁধে পালিয়ে যায় ডাকাতরা। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দুই খামারিকে উদ্ধার করেন।

থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে ভুক্তভোগী আরাফাতুজ্জামান বলেন, নিজের গ্রামেই এভাবে ডাকাতির শিকার হব, তা কল্পনাও করিনি। তারা আমাদের বিকাশ ও ব্যাংক ডেবিট কার্ডের পাসওয়ার্ড পর্যন্ত বলতে বাধ্য করেছে।

লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মিরসরাই থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ