প্লেব্যাক ক্যারিয়ারে বিরতি টানলেন অরিজিৎ সিং
ভারতীয় সঙ্গীত জগতের জনপ্রিয়তম কণ্ঠশিল্পীদের একজন অরিজিৎ সিং হঠাৎই বড় এক ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি জানান, এখন থেকে আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে নতুন কোনো কাজ গ্রহণ করবেন না। এই ঘোষণার পর দেশ–বিদেশে ছড়িয়ে থাকা তার অসংখ্য শ্রোতার মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও বিস্ময়—কেন এমন সিদ্ধান্ত নিলেন এই তারকা গায়ক?
জানা গেছে, চলতি বছরে তার হাতে একাধিক প্রকল্পের পরিকল্পনা থাকলেও তিনি নতুন কোনো প্লেব্যাক কাজ আর সই করছেন না। নিজের ব্যক্তিগত এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বার্তায় তিনি জানান, এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে, এবং দীর্ঘদিন ধরেই তিনি এ নিয়ে ভাবছিলেন।
অরিজিৎ লেখেন, তিনি খুব সহজেই একঘেয়ে হয়ে পড়েন। একই ধরনের গান বা কাজ বারবার করতে করতে তার মধ্যে এক ধরনের ক্লান্তি তৈরি হয়েছে। এ কারণেই তিনি লাইভ পারফরম্যান্সে একই গান ভিন্ন ভিন্নভাবে গাওয়ার চেষ্টা করেন। তার ভাষায়, নিজেকে বাঁচিয়ে রাখতে হলে তাকে ভিন্ন ধরনের সঙ্গীতে মন দিতে হবে। পাশাপাশি নতুন গায়কদের উঠে আসা দেখতে ও তাদের থেকে অনুপ্রেরণা পেতেও চান তিনি।
পোস্টে তিনি ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এত বছর শ্রোতা হিসেবে তাকে ভালোবাসা দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তবে স্পষ্ট করে জানান, তিনি সঙ্গীত ছাড়ছেন না—শুধু প্লেব্যাক সিঙ্গার হিসেবে নতুন দায়িত্ব নেবেন না। আগে থেকে দেওয়া প্রতিশ্রুত কাজগুলো শেষ করবেন বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে একজন শিক্ষার্থী ও সঙ্গীতপ্রেমী হিসেবে নিজেকে আরও গড়ে তুলতে চান বলে জানান এই শিল্পী।
উল্লেখযোগ্য যে, ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানটি অরিজিৎ সিংয়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলেগু, মারাঠি ও কন্নড় ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তিন শতাধিক ছবিতে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একাধিক ফিল্মফেয়ারসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি বিশ্বব্যাপী সর্বাধিক শ্রোতাপ্রাপ্ত ভারতীয় শিল্পীদের একজন।
তার এই সিদ্ধান্ত সঙ্গীত দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিলেও ভক্তরা আশ্বস্ত—অরিজিৎ সিং সঙ্গীতেই থাকছেন, শুধু পথটা বদলাচ্ছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে