Views Bangladesh Logo

বলিউডের ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে আরিফিন শুভ

বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউডের কোনো প্রজেক্টে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’–তে লিড রোলে দেখা যাবে তাকে।

১৬ ডিসেম্বর সিরিজটির টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। এতে তিনি অভিনয় করেছেন জিমি রয় চরিত্রে।

১৯৭০–এর দশক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিরিজে আরিফিন শুভকে দেখা যাবে একাধিক রেট্রো লুকে। সিরিজটিতে তিনি বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চার ভাষায় অভিনয় করেছেন। পরিচালনা, গল্প ও চিত্রনাট্য করেছেন ‘জুবিলি’ খ্যাত সৌমিক সেন। আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র।

‘জ্যাজ সিটি’ মুক্তি পাবে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি, হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ