Views Bangladesh Logo

আরিফিন শুভর মা আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

চিত্রনায়ক জায়েদ খান ফেসবুকে আরিফিন শুভর মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি তার পোস্টে লেখেন, ‘রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মা মারা গেছেন। আজ বৃহস্পতিবার বাদ ফজর জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হওয়ার কথা।‘

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি (শনিবার) শুভর মা খাইরুন নাহার অসুস্থ বোধ করেন। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।

সর্বস্তরের মানুষ বিশেষ করে ভক্ত, সহকর্মী ও গুণগ্রাহীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ