Views Bangladesh Logo

গুগলের জনপ্রিয় ক্রোম ব্রাউজার কিনতে চাওয়া কে এই তরুণ

 VB  Desk

ভিবি ডেস্ক

গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক মার্কিন স্টার্টআপ পারপ্লেক্সিটি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গতকাল মঙ্গলবার এই প্রস্তাব দেয়া হয়।

পারপ্লেক্সিটি একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যক্তি মালিকানাধীন সফটওয়্যার কোম্পানি। এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) হলেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ শ্রীনিবাস। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। ক্রোম ব্রাউজার কেনার জন্য প্রস্তাবিত অর্থায়নে বড় ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডসহ কয়েকজন বিনিয়োগকারী পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ক্রোমের সঠিক বাজারমূল্য নিয়ে ভিন্ন ভিন্ন অনুমান রয়েছে। বেশিরভাগ বিশ্লেষকের মতে, এর মূল্য ২০ থেকে ৫০ বিলিয়ন ডলারের মধ্যে। তবে পারপ্লেক্সিটির প্রস্তাব নিয়ে গুগল এখনো কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালত বলেছে, গুগল একচেটিয়াভাবে ওয়েব সার্চের বাজার দখলে রেখেছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসেই বাজার পুনর্গঠনের প্রক্রিয়া শুরুর আশা করা হচ্ছে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘টেকক্রাঞ্চ’কে দেয়া সাক্ষাৎকারে পারপ্লেক্সিটি জানিয়েছে, প্রস্তাবের অংশ হিসেবে তারা ক্রোমের মূল ইঞ্জিন ‘ক্রোমিয়াম’ ওপেন সোর্স প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রাখবে এবং এ খাতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে। এছাড়া ক্রোম কেনার পর ব্যবহারকারীদের ডিফল্ট সেটিংসও অপরিবর্তিত রাখা হবে।

অরবিন্দ শ্রীনিবাস কে
অরবিন্দ শ্রীনিবাস ভারতের আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৭ সালে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান।

২০১৯ সালে তিনি লন্ডনে গুগলের মালিকানাধীন ডিপমাইন্ড-এ গবেষক হিসেবে ইন্টার্ন করেন। এরপর ওপেনএআই-এ গবেষক হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে গুগলের প্রধান কার্যালয়ে কম্পিউটার ভিশনের জন্য মেশিন লার্নিং প্রোগ্রাম উন্নয়নে যুক্ত ছিলেন।

এরপর ২০২২ সালে শ্রীনিবাস আরও তিনজন সহপ্রতিষ্ঠাতাকে নিয়ে অনলাইন সার্চের নতুন পদ্ধতি তৈরির উদ্যোগ নেন, যা পরে “পারপ্লেক্সিটি” নামে আত্মপ্রকাশ করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ