৬ জেলেকে আটক করেছে মিয়ানমারের আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৬ জেলেকে আটক করেছে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা । আটককৃতদের মধ্যে ২ জন বাংলাদেশি ও ৪ জন রোহিঙ্গা বলে জানা গেছে।
বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পৃথকভাবে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের টেকনাফের ঝিমংখালি নাফনদী সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। মিয়ানমার ভিত্তিক আরাকান আপডেট নিউজ জানায়, আরাকান আঞ্চলিক জলসীমায় অননুমোদিত প্রবেশ এবং অবৈধ মাছ ধরার অভিযোগে ৩ ডিসেম্বর পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স আরও ৬ বাংলাদেশি জেলেকে নৌকা সহ আটক করেছে।
তারা জানায়, বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
হোয়াইক্যং ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ঝিমংখালি সংলগ্ন নাফনদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা দুইটি নৌকা সহ ৬ জেলেকে আটক করেছে। এর মধ্যে দু’জন হলেন হোয়াইক্যং উত্তরপাড়ার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ সেলিম এবং রইক্ষ্যং গ্রামের অলি হোসনের ছেলে রিয়াজ উদ্দিন। বাকি চারজন রোহিঙ্গা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, জেলে আটক হওয়ার বিষয়ে এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে কোনো অবহিতকরণ করা হয়নি। তবে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে