টেকনাফে নৌকাসহ ৫ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
নাফ নদীতে মাছ ধরার সময় পাঁচ বাংলাদেশি জেলেকে নৌকাসহ অস্ত্রের মুখে অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটছে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন: মো. আলী আহমদের ছেলে মো. ইলিয়াস (৪১), মো. ইলিয়াছের ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন(১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন(২২), মোঃ নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
তারা সবাই টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া এলাকার বাসিন্দা।
আব্দুস সালাম জানান, সকালে জেলেরা নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকায় মাছ ধরছিল। এক পর্যায়ে তারা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়।
পরবর্তী সময়ে আশপাশের জেলেরা শাহপরীর দ্বীপে ফিরে এসে ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে জানায়।
শাহপরীর দ্বীপ জেলে সমিতির সভাপতি আবদুল গনি জানান, নৌকাটি মোঃ ইলিয়াসের এবং তার পরিবারের তিনজন সদস্যসহ পাঁচজন জেলে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, 'ঘটনার খবর শুনেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী জেলেদের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।'
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে