অপুকে নিয়ে বন্ধন বিশ্বাসের নতুন সিনেমা ‘সিক্রেট’
নির্মাতা বন্ধন বিশ্বাস তার নতুন চলচ্চিত্র ‘সিক্রেট’–এর শুটিং খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন। এমকে প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত এই সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, তরুণ অভিনেতা আদর আজাদ এবং নতুন মুখ পীযূস সেন।
শুটিং শুরুর আগে সোমবার রাতে রাজধানীর মালিবাগের রাজবাড়ী চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। নির্মাতা বন্ধন বিশ্বাস জানান, অপুর সঙ্গে এটি তার তৃতীয় কাজ। গল্প শুনেই অপু বিশ্বাস সিনেমাটিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ছবিতে অপুর বিপরীতে দুজন নায়ক থাকছেন। আমাদের নতুন যাত্রার জন্য সবার দোয়া চাই।
অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘সিক্রেট’-এ আমার সঙ্গে দুজন সুদর্শন নায়ক কাজ করছে। দুবছর পর আবার নতুন একটি ছবিতে যুক্ত হচ্ছি। আদর আজাদ একজন পরীক্ষিত নায়ক, আরেকজন ছোটপর্দার পরিচিত মুখ—এটাই তার প্রথম সিনেমা। তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বন্ধন বিশ্বাসের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ—তিনি একজন দক্ষ নির্মাতা। সব মিলিয়ে আশা করছি, দর্শকের জন্য একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।
অপু বিশ্বাস আরও বলেন, এখন অনেক প্রযোজক শাকিব খান ছাড়া সিনেমা নির্মাণে আগ্রহ দেখান না। এমন সময়ে আদর আজাদ ও নতুন নায়ককে নিয়ে চ্যালেঞ্জ নেওয়ায় এমকে প্রডাকশনকে ধন্যবাদ জানাই।
সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, খুব শিগগিরই ‘সিক্রেট’-এর শুটিং শুরু হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে