Views Bangladesh Logo

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে এ আদেশ দেন।

হাইকোর্টের বৈধতা সংক্রান্ত রায় চ্যালেঞ্জ করে দায়ের করা লিভ টু আপিল বাতিল হওয়ায় অন্তর্বর্তী সরকারের শপথ এখন সর্বোচ্চ আদালতের রায়েও বৈধতা পেল।

এর আগে বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট শিশির মনির।

মঙ্গলবার (২ ডিসেম্বর) শুনানিতে শিশির মনির বলেন, বৈধতার মূল ভিত্তি জনগণের আস্থা—জনগণ মেনে নিলে সরকারের বৈধতাও প্রতিষ্ঠিত হয়।

১২ নভেম্বরের পূর্ববর্তী শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মোহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। পরে এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চান আপিল বিভাগ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন আইনজীবী মোহসীন রশিদ। সেই রিট খারিজ করে হাইকোর্ট জানায়—জনগণের স্বীকৃতি থাকায় অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। পরে তিনি আপিল বিভাগের অনুমতি চেয়ে আবেদন করেন, যা আজ খারিজ হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ