Views Bangladesh Logo

আজ শেষ হচ্ছে ইসির আপিল শুনানি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি আজ শেষ হচ্ছে। শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন জানায়, আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অপেক্ষমাণ থাকা আপিলগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, টানা আট দিনের আপিল শুনানিতে ৩৯৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়ে বৈধ প্রার্থীর তালিকায় যুক্ত হয়েছেন। অপরদিকে, বাছাইয়ে বৈধ হওয়া চারজন প্রার্থীর বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর প্রতীক বরাদ্দসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


এর আগে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। সে সময় বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন। আপিলে ৩৯৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনের আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী এ তালিকা থেকে বাদ যাবেন।

এবার মোট ৬৪৫টি আপিল করা হয়েছে। সর্বশেষ শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ রোববার বাকি আপিলগুলোর শুনানি ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।


আপিল শুনানি শেষে ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ