বেনাপোল বন্দর থেকে এপিবিএন প্রত্যাহার, নতুন দায়িত্বে জেলা পুলিশ
বেনাপোল বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৪০ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে জেলা পুলিশকে।
সোমবার সকালে প্রথম দফায় জেলা পুলিশের ১৫ জন সদস্য বন্দর নিরাপত্তার কাজে যোগ দেন। এক–দুই দিনের মধ্যেই বাকিরাও দায়িত্ব নেবেন। সোমবার থেকেই যাত্রী টার্মিনাল ও বন্দরের নিরাপত্তার দায়িত্ব জেলা পুলিশ গ্রহণ করেছে। আমদানি–রপ্তানি বাণিজ্য ও পাসপোর্টধারী যাত্রীদের নিরাপত্তার জন্য ৪০ জন জেলা পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করবেন।
৪ নভেম্বর অতিরিক্ত ডিআইজি শাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই পরিবর্তনের নির্দেশ দেয়া হয়। চিঠিতে জানানো হয়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক পদক্ষেপের অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দরে দায়িত্বে থাকা এপিবিএনের চল্লিশ সদস্যকে প্রত্যাহার করা হচ্ছে।
বন্দর সূত্রের তথ্য অনুযায়ী, নিরাপত্তা জোরদারের জন্য ২০১২ সালের ৭ জুলাই থেকে বেনাপোল বন্দরে এপিবিএন মোতায়েন ছিল। এপিবিএনের পাশাপাশি বন্দরের ৯৩ একর এলাকায় ৩৪টি গুদাম, কার্গো যানবাহন টার্মিনাল ও পাসপোর্টধারী যাত্রীদের নিরাপত্তার জন্য ১৬৩ জন আনসার সদস্য এবং ১৪০ জন বেসরকারি নিরাপত্তাকর্মীও দায়িত্ব পালন করছে।
বেনাপোল বন্দরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সোমবার জেলা পুলিশের সদস্যরা বন্দর নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে