Views Bangladesh Logo

সংস্কারের দিকনির্দেশনা পরিষ্কার নয়: আনু মুহাম্মাদ

 VB  Desk

ভিবি ডেস্ক

র্থনীতিবিদ ও সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সংস্কার নিয়ে যত আলোচনা হয়েছে, গত ৫৪ বছরেও এতটা হয়নি। তবে সংস্কার আসলে কোন খাতে, কীভাবে হবে- এখনও স্পষ্ট নয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, এখন পর্যন্ত সংবিধান ছাড়া অন্য কোনো খাতে সংস্কারের উদ্যোগ দেখা যায়নি। বিশেষ করে নদী নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি, অথচ নদী দেশের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত।

সরকার নদী রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। আনু মুহাম্মদ বলেন, সরকারের সহজ কাজ ছিল নদী সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা এবং ১৯৯৭ সালের আন্তর্জাতিক পানিপ্রবাহ কনভেনশনে যোগ দেওয়া। কিন্তু ভারত সই করেনি বলে বাংলাদেশও করেনি, যা ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নদীর পানিবণ্টনে ভারত বহুপক্ষীয় আলোচনায় অংশ নেয় না এবং দ্বিপক্ষীয় আলোচনা থেকেও বাংলাদেশ লাভবান হয়নি। সমুদ্রসীমা বিরোধের সমাধানের মতো আন্তর্জাতিক আইনের সহায়তায় নদীর পানির ন্যায্যতা আদায়ে বিকল্প পথ খুঁজতে হবে।

ভারতের অভ্যন্তরে আন্তনদী সংযোগ প্রকল্প ও ফারাক্কা বাঁধ নিয়ে জটিলতা ও বিরোধিতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে ভারতের জনগণও ক্ষতিগ্রস্ত। তাই বাংলাদেশের উচিত ভারতের ভেতরের বাঁধবিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি গড়ে তোলা এবং শাসক শ্রেণির ওপর চাপ সৃষ্টি করা।

বাংলাদেশে নদী বিপর্যয়ের তিনটি প্রধান কারণ চিহ্নিত করেন আনু মুহাম্মদ—ভারতের নদী আগ্রাসন, দেশের ভেতরের নদী বিধ্বংসী উন্নয়ন প্রকল্প এবং ক্ষমতাবানদের দখল ও দূষণ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন না হলেও দেশের ভেতরেই ক্ষমতাবানদের স্বার্থে বহু নদী ধ্বংসাত্মক প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ