Views Bangladesh Logo

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখতে হবে: সালাহউদ্দিন আহমেদ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ওপর জোর দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ঐক্য সৃষ্টির সুযোগ তৈরি করেছিল এবং বিএনপি সেটি গ্রহণ করেছে। এ ঐক্যই হবে বিরোধী রাজনীতির মূল শক্তি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) আয়োজিত ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে একটি সন্ধিক্ষণ তৈরি হয়েছে। এই মুহূর্তটি আমাদের কাজে লাগাতে হবে। রাষ্ট্রকে প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনর্জন্ম ঠেকাতে হবে। এর জন্য প্রয়োজন নির্বাচিত রাজনৈতিক সরকার ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা। সংস্কারের মধ্য দিয়েই আমরা জবাবদিহিমূলক সুশাসন এবং বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারব। এ বিষয়ে ইতোমধ্যেই আমাদের মধ্যে ঐকমত্য হয়েছে।

ঐকমত্য কমিশনের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকে তর্ক-বিতর্ক হয়েছে, ভিন্নমতও এসেছে, তবে পরিবেশ কখনো সৌহার্দ্যপূর্ণতা হারায়নি। রাজপথে কিংবা সমাবেশে নির্বাচন ও সংস্কার নিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক অধিকারেরই অংশ। এর সঠিক প্রতিফলন ঘটবে কেবল একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই।

তিনি আরও বলেন, আলোচনার শুরুতে প্রশ্ন ছিল না যে সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্য হলে তা জাতীয় প্রতিশ্রুতি হিসেবে ঘোষিত হবে কি না। তবে পরবর্তীতে বিষয়টি প্রতিশ্রুতির পর্যায়ে এসেছে। তবে এখনই সাংবিধানিক সংস্কার বাস্তবায়নের দাবি তোলা হয়নি। বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এ সংস্কার বাস্তবায়ন হতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ